বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক মুসল্লি আহত

6

কাজির বাজার ডেস্ক

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বায়তুল মোকাররমের সাবেক ইমাম মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন অনেকে। প্রত্যক্ষদর্শী ও মুসল্লিরা অভিযোগ করেন, সাবেক ইমাম রুহুল আমিনের নেতৃত্বে মাদ্রাসার কিছু শিক্ষার্থী ও কয়েকজন ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর মিম্বরের কাছাকাছি স্থানে অবস্থান করা মুসল্লি ও খাদেমদের ওপর হামলা চালান। এতে ৫০ এর অধিক আহত হয়। ঘটনার পর মসজিদজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী মুসল্লি হামিদ বলেন, ‘মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলার ঘটনা ন্যক্কারজনক।’ এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ছোট একটা ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’তিনি আরও বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট ও পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।’