বানিয়াচংয়ে মসজিদের মুতাওয়াল্লি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

5

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের মুতাওয়াল্লি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মজলিশপুর জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মজলিশপুর জামে মসজিদের মুতাওয়াল্লি নিয়ে ইউপি মেম্বার শাহেদ আলী ও গ্রামের শাহেদ আলীর মাঝে বিরোধ চলছে। মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করছিলেন মনসুর মেম্বারের পক্ষের আনোয়ার হোসেন।
তার বিরুদ্ধে শাহেদ আলীর পক্ষের লোকজন সেনাবাহিনীর নিকট অভিযোগ দিলে আনোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে লটারির মাধ্যমে মুতাওয়াল্লি নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু আনোয়ার হোসেন জোরেই মুতাওয়াল্লির দায়িত্ব পালন করতে গেলে শুক্রবার জুমার নামাজের পর সেখানে উত্তেজনা দেখা দেয়।
পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।