সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের জন্য আশীর্বাদ ছিলেন। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে না দাঁড়ালে আমাদের আমাদের ভাগ্যে কি ছিল আল্লাহ ছাড়া কেউ জান্তনা। তিনি শুধু দেশ স্বাধীন করে মানুষের উন্নয়নে কাজ করেন নি। ধর্মীয় বিষয়েও গুরুত্ব দিছেন। বঙ্গবন্ধু বিশ্ব ইজতেমার জন্য মাঠ বরাদ্দ দিয়েছেন। ঢাকার কাকরাইল মসজিদের উন্নয়ন কাজ এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামের সঠিক ধারার পথ দেখিয়েছেন। যারা বঙ্গবন্ধুকে ইসলাম বিদ্বেষী বলে, আওয়ামীলীগকে ইসলামের শত্র“ বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে। এদের ধোঁকা থেকে সজাগ থাকতে হবে।
গত ১২ আগষ্ট দুপুরে সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইন্তাজ আলীর সৌজন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, খাদিমনগর ইউনয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জেলা যুবলীগ নেতা ইকলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার, কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচারজ এস আই মোঃ আব্দুল আজিজ, এ এস আই এনামুল হক, ইউনয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ, আনছার আলী মেম্বার, এস এম তারা মিয়া, মুক্তার হোসেন, হানিফ আলী, লিয়াকত আলী, মাসুক মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য নেতা মস্তফা উল্লা, উপজেলা যুবলীগ নেতা দিলওয়ার হোসেন, মিজানুর রহমান, জুনেদ আহমদ, এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, জসিম উদ্দিন, আব্দুস সত্তার, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, আজমান আলী, উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, কফিল মিয়া, আব্দুল বাসিত, কামরান আহমদ, মঈনুল ইসলাম ফাহিম, সালমান আল হারুন, রিয়াজ আহমদ, এনামুল হক, সায়েম আহমদ, সাদেক মিয়া, বাপ্পি আহমদ, দিলওয়ার হোসেন, হাবিব আহমদ, কাবেল, মাসুম, কামরুল প্রমুখ। বিজ্ঞপ্তি