ভারতে পাচারের সময় প্রায় ৬ হাজার কেজি রসুন আটক

4

কোম্পানীগঞ্জ সংবাদদাতা

কোম্পানীগঞ্জ উপজেলার ছনবাড়ী ও শাহ আরেফিন টিলা এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী রসুন আটক করেছে বিজিবি। ৩০ ও ৩১ আগষ্ট অভিযান চালিয়ে ৫ হাজার ৯৪৫ কেজি রসুন আটক করা হয়।
জানা যায়, বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারিরা ছনবাড়ী ও শাহ আরেফিন টিলার সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে ৩০ আগষ্ট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে নোয়াকুট ক্যাম্প শাহ আরেফিন টিলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৪’শ কেজি বাংলাদেশী রসুন আটক করে বিজিবি। পরদিন সন্ধ্যায় ছনবাড়ী থেকে ২ হাজার ৫’শ ৪৫ কেজি রসুন আটক করে তারা। যার মূল্য প্রায় ১৩লাখ ৬৭ হাজার ৩৫০ টাকা।
বিজিবির মিডিয়া উইং রসুন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির বিশেষ অভিযানে ৫ হাজার ৯৪৫ কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়েছে। এগুলো নিলামের জন্য কাস্টমসে জমা দেওয়া হবে।