সুরমা মার্কেটের আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৬

10

স্টাফ রিপোর্টার

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর সুরমা মার্কেট এলাকার একটি হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন।
পুশিল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটে অবস্থিত নিউ সুরমা আবাসিক হোটেলের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে চার পুরুষ ও দুই নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আলেক মিয়া (৩৬), কবির আহমদ (২৯), রাহেল আহমদ (৩০), মো. রফিক মিয়া (৬৫), শারমিন রুনা (২৩) ও লিমা আক্তার (২৪)। আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্ত মোহাম্মদ সাইফুল ইসলাম।