শাবিতে পরীক্ষার নতুন সূচি, ক্লাস অনলাইনে

23

শাবি প্রতিনিধি

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সিলেটে ফের বন্যা দেখা দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অনলাইনে ও পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। বিভিন্ন বিভাগে অনুষ্ঠাতব্য পরীক্ষা বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নতুন রুটিন প্রদান করে বন্যা পরবর্তী সময়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আগামী ২৩ জুন থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য।