স্পোর্টস ডেস্ক :
আইপিএল ২০২০ খেলতে মরু শহরে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ দলের সঙ্গে যোগে দিয়েছেন আরসিবির তিন প্রোটিয়া ক্রিকেটারও৷
তিনবারের ফাইনালিস্ট আরসিবি তাদের তিন তারকা খেলোয়াড় বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়ার্স এবং যুবেন্দ্র চাহাল নিয়ে ফটো সেশন করল৷ দলের জার্সিতে ফটো সেশনে দেখা গেল এই তিন তারকা খেলোয়াড়৷ আরসিবি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে কোহলি, ডি’ভিলিয়ার্স এবং চাহাল দলের জার্সিতে ফোটো সেশন করেছে। যার ক্যাপশন দেওয়া হয়েছে ‘আমরা কি ম্যাচটি প্রস্তুত দেখছি না?’
কোহলি আইপিএলের প্রথম সংস্করণ থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন৷ আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি একই ফ্র্যাঞ্চাইজির হয়ে এক যুগ ধরে খেলে চলেছন৷ ২০১২ সাল থেকে দলের অধিনায়কও তিনি৷ বিরাটের নেতৃত্বে ২০১৬ সালে ফাইনাল খেলে আরসিবি৷ তবে ২০১৬, ২০১৭ এবং ২০১৯ মরশুমে রীতিমতো হতাশাব্যঞ্জক পারফরম্যান্স করে আরসিবি৷ ২০১৭ ও ২০১৯ মরশুমে লিগ টেবলে সবার নীচে শেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ আর ২০১৮ সালে আট দলের টুর্নামেন্টের ষষ্ঠ স্থানে শেষ করে কোহলি অ্যান্ড কোং৷
দলকে সাফল্যের শিখরে পৌঁছতে না-পারলেও আইপিএলের ইতিহাসে কোহলি হলেন সর্বোচ্চ রানের মালিক৷ পাঁচটি সেঞ্চুরি-সহ ৫৪১২ রান করেছেন। গড় ৩৭.৮৪৷ আর দলের সফল স্পিনার চাহাল৷ স্পিনারদের মধ্যে ৪৮ ম্যাচ থেকে ১০০ উইকেট নিয়ে আরসিবির সর্বোচ্চ উইকেট শিকারী তিনি৷ ডি’ভিলিয়ার্স আরসিবি-র হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী৷ রয়্যল চ্যালেঞ্জার্সের হয়ে এবিডি করেছেন ৪৩৯৫৷
আইপিএল খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে যায় অধিনায়ক বিরাট কোহলিসহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ আরসিবির ভারতীয় ক্রিকেটাররা পৌঁছলেও একদিন পর অর্থাৎ শনিবার বিরাটের আইপিএল সতীর্থ দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স, ক্রিস মরিস ও ডেল স্টেইন দলের সঙ্গে যোগ দেন৷ দুবাই পৌঁছে হোটেল ঘরে আলাদা আলাদাভাবে রয়েছেন আইপিএলের ক্রিকেটাররা৷
আইপিএল ২০২০ প্রস্তুতি শুরু করার আগে এভাবেই হোটেলে ৬ দিন থাকতে হবে ক্রিকেটারদের৷ এই সময়ে তিনবার কোভিড-১৯ টেস্ট হবে প্রতিটি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের৷ তবে আরসিবি অধিনায়ক ইতিমধ্যে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তার হোটেল রুমেই৷