জগন্নাথপুরে ১৮ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, পরিবারে আহাজারি

2

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ১৮ দিন ধরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে থাকে ফিরে না পাওয়ায় তার পরিবারে আহাজারি চলছে। নিখোঁজ ছাত্রের নাম মেহেদী হাসান (১৩)। সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের মনির হোসেন মুন্নার ছেলে এবং স্থানীয় হিফজুল কুরআন একাডেমি নামের মাদ্রাসা ছাত্র।
জানাগেছে, গত ১৩ মে সকালে বটেলতল এলাকায় অবস্থিত মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মেহেদী হাসান। এরপর থেকে তার কোন সন্ধান মেলেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে তার পিতা মনির হোসেন মুন্না জগন্নাথপুর থানায় জিডি করেছেন।
এ বিষয়ে ১ জুন শনিবার নিখোঁজ ছাত্র মেহেদী হাসানের পিতা মনির হোসেন মুন্না জানান, প্রথমে ভেবেছিলাম কোন কারণে অভিমান করে আমার ছেলে হয়তো কোন আত্মীয়-স্বজনের বাড়িতে আছে। আরো খোঁজাখুজি করলে পেয়ে যাবো। এখন যতো দিন যাচ্ছে, তাকে না পেয়ে আশা-নিরাশার শঙ্কা তাড়া করে বেড়াচ্ছে। ছেলেটির জন্য পরিবারে আহাজারি চলছে। যদি কেউ সন্ধান পান, তাহলে দয়া করে আমার মোবাইল-০১৭১২-৪৫৪৩২৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।