কাজির বাজার ডেস্ক
আজ ২৫ ফেব্রæয়ারি। বাংলাদেশের ইতিহাসে ভয়াল একটি দিন। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সাবেক বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান ৭৪ জন। এদিন সকাল ৯টা ২৭ মিনিটে দরবার হলে চলমান বার্ষিক দরবারে একদল বিদ্রোহী বিডিআর সৈনিক ঢুকে পড়েন।
এরপর ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস ঘটনা। বিডিআরের বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা সেনা কর্মকর্তাদের হত্যা করে তাঁদের পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলেন। পুরো পিলখানায় এক বীভৎস ঘটনার সৃষ্টি হয়।
দিনটি উপলক্ষে বিজিবি নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, পিলখানা হত্যাকাÐে শহীদদের স্মরণে শাহাদাতবার্ষিকী পালিত হবে। সবার রুহের মাগফেরাত কামনায় বিজিবি সদর দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরআন, বিজিবির সব মসজিদ এবং বিওপি পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিজিবির সব স্থাপনায় বিজিবি রেজিমেন্টাল পতাকা অর্ধনমিত থাকবে এবং বিজিবির সব সদস্য কালো ব্যাজ পরিধান করবেন।