সিলেট বিভাগের ভোটকেন্দ্রসহ নয়টি স্থানে দুর্বৃত্তদের আগুন

5

স্টাফ রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ভোটকেন্দ্রে ও ট্রাকসহ অনন্ত: ৯টি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা দাঁড়িয়েছে। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে দুর্বৃত্তরা এমন নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে সূত্র জানায়।
সিলেট: জেলার দক্ষিণ সুরমা এলাকায় গভীর রাতে মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিলেট দক্ষিণ সুরমা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জাবেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী একটি ট্রাকে লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এসময় ট্রাক চালক আফজল ও হেলপার জয়নুল আগুনে দগ্ধ হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে
হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা। তিনি জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই ২টি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি আরও বলেন, এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছেনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নেভানোর পর বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টায় ৪ জায়গায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টা ও ৩টার দিকে পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
জানা যায়, রাত ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে তিনটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
অপরদিকে রাত ৩ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, মধ্যনগরের প্রতিটি ভোট কেন্দ্রে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। রাত তিনটার দিকে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ওই কেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দ্রæত আগুন নিভানোর ফলে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
মৌলভীবাজার: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্রবার মধ্যরাতে ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, রাতে হঠাৎ আগুন দেখতে পায় এলাকার লোকজন। পরে আমিসহ অন্যরা মিলে আগুন নেভাই। কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে, তদন্ত চলছে। অন্যদিকে শুক্রবার মধ্যরাতে সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফর বাবলু বলেন, আমাদের স্কুলে একজন নৈশ প্রহরী ছিল। সেখানে গ্রাম পুলিশও ছিল। আগুনে বিদ্যালয়ের শিক্ষক হলের কিছু যন্ত্রাংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।
চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য শাহেদ আলী বলেন, এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পায়। পরে দুটি মোটরসাইকেলে চারজনকে পালাতে দেখা যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কেরোসিন পাওয়া গেছে।