শাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) উপকেন্দ্রে ১৪১৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৩০৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৯১.৯৫ শতাংশ।
শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে শাবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবু সায়েদ আরফিন খান বিষয়টি নিশ্চিত করেন ড. আরফিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘বি’ ও ‘সি’ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪১৭জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৩০৩ জন, অনুপস্থিত ছিল ১১৪জন। উপস্থিতির হার ৯১.৯৫ শতাংশ।
তিনি আরো বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এতে কোনধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।
এদিকে পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসাইন বলেন, শাবির পক্ষ থেকে ঢাবি ভর্তি পরীক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে ৬ টি বাস দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষায় কর্তব্যরত শিক্ষকদের যাতায়াতের জন্যও বেশ কয়েকটি দেওয়া হয়।