সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের আচরণবিধি স্বাক্ষরিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ দলিল লেখক ছাউনিতে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এসপিএল প্রজেক্টর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে উপজেলা সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া ও সাধারণ সম্পাদক রিপন মিয়া আচরণ বিধিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতা কর্মী হাততালি দিয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।
সুজন-সুশসানের জন্য নাগরিক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও এসপিএল প্রজেক্টের ডিষ্টিক ফ্যাসিলিটেটর আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দিলীপ তালুকদার, আব্দুর রউফ, তেরাব আলী, ইলিয়াছ মিয়া, ইরান উদ্দিন, জিয়াউর রহমান, ফজলু মিয়া, নুর উদ্দিন, হাজী মহর উদ্দিন, আবু সইদ প্রমূখ।