শান্তিগঞ্জে বিএনপি ছেড়ে শতাধিক নেতাকর্মীদের আ.লীগে যোগদান

9

শান্তিগঞ্জ সংবাদদাতা

নিজ দলের সন্ত্রাসকাÐের প্রতিবাদ জানিয়ে দলত্যাগ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শতাধিক নেতাকর্মী। তারা মুলত দলের চলমান হরতাল-অবরোধ, জ্বালাও পোড়াও, নৈরাজ্যের বিরোধিতা ও প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি প্রত্যেকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন।
দলত্যাগ করা নেতারা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল। শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের নেতৃত্বে ওই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
রবিবার রাতে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামে ফুল দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াহিয়া আহমদ সুমন বলেন, একদিকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অন্যদিকে বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধীতা করেই আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। আমাকে যখন দায়িত্বশীল নেতারা বোমা হামলা, গাড়ি ভাংচুর ও আগুন সন্ত্রাশ করতে নির্দেশ দেন তখন আমার বিবেক নাড়া দিয়েছি। আমি বুঝতে পেরেছি বিএনপি দেশের উন্নয়ন চায় না, তারা মানুষকে কষ্ট দিতে চায়। তাই আমিসহ আরও শতাধিক নেতাকর্মীরা আওয়ামীলীগের সরকারের উন্নয়ন কর্মকান্ড ও পরিকল্পনামন্ত্রীর উন্নয়নে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেছি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই ১০০ বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভ‚ত সব দলের নেতা-কর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খানের সভাপতিত্বে ফুল দিয়ে বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক হাজী সৈয়দুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সমাজসেবা সম্পাদক সুরুক মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমশর মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনসার উদ্দিন ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জলাল মিয়া প্রমুখ।