জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নির্বাচনে বই প্রতীকের বিজয়

3

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র শেরওয়ান-আবুল-ইকবাল প্যানেল বই প্রতীক নিয়ে ৩৭৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিক-ইমন-বাবু প্যানেল ছাতা প্রতীক নিয়ে পেয়েছে ২২৪ ভোট। ভোটের ব্যবধান ছিল ১৫২টি।
রবিবার (২৪ অক্টোবর) লন্ডন মুসলিম সেন্টার হলে যুক্তরাজ্যে অবস্থানরত জকিগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রবিবার সকাল ১০ টার দিকে সংগঠনের এজিএম অনুষ্টিত হয়। আর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৩টি বুথে চলে একটানা ভোট গ্রহণ।
নির্বাচনে মোট ৬০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৪টি ভোট নষ্ট হয়। যুক্তরাজ্য সময় রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নুমান উদ্দিন তাপাদার ফলাফল ঘোষণা করেন। এ সময় বই প্রতিককে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার সাঈফ উদ্দিন খালেদসহ বিজয়ী সভাপতি মেয়র শেরওয়ান চৌধুরী, পরাজিত সভাপতি প্রার্থী আতিকুর রহমান চৌধুরী, বিজয়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ইমন।
বিজয়ী প্যানেলের কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন- আখতারুজ্জামান, আবু সাঈদ চৌধুরী শাকিল, আব্দুল গফফার, এনামুল হাসান সাবির, বাবু মিয়া, ফজলে আহমদ চৌধুরী একলিম, জয়নুল আবেদিন, জুবায়ের আহমদ তাপাদার জীবান, কাজী এম ইমদাদুল হক, কামরুল ইসলাম, জামাল উদ্দিন খান, কাজী মাওলানা আব্দুর রহমান, কাজী খালেদ আহমদ, কামাল উদ্দিন, মাওলানা ময়নুল হক চৌধুরী, মো. শাহাব উদ্দিন, মোহাম্মদ মইন উদ্দিন, এম জাকির হোসাইন, তারেকুর রহমান তুহিন, মোহাম্মদ হালিম , সৈয়দ মতলুব রেজা, শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ, শাকির আহমদ ও শাহান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি