স্পোর্টস ডেস্ক :
কলম্বোতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে সহজ ম্যাচ কঠিন করেই জিতল সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৬০ রানে অলআউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতেছে অজিরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেই এগিয়ে গেলেও পরের তিন ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফররত অস্ট্রেলিয়া। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যায় শ্রীলঙ্কা। তাই পঞ্চম ওয়ানডেটি অনেকটাই নিয়মরক্ষার ম্যাচ ছিল।
শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রান তুলতেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। এরপর মাঠে নামেন চামিকা করুনারত্নে। তিনি একপ্রান্তে একাই খেলে গেলেও অন্যপ্রান্তে সুবিধা করতে পারছিলেন না কেউ। পরে অভিষিক্ত প্রমোদ মধুশানকে নিয়ে নবম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন চামিকা। তাতেই সম্মানজনক স্কোর পায় স্বাগতিকরা।
ব্যাট হাতে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন চামিকা করুনারত্নে। তার এই ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ে সাজানো। এছাড়া ২৬ রান করেন কুশাল মেন্ডিস। প্রমোদ ১৫ ও চারিথ আসালঙ্কা করেন ১৪ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। তবে দলীয় পারফরম্যান্সে জয় ঠেকাতে পারেননি স্বাগতিক শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন অ্যালেক্স ক্যারি। এছাড়া মার্নাস লাবুশেন ৩১, ক্যামেরন গ্রিন ২৫ ও মিচেল মার্শ ২৪ রান করেন।