ফিলিস্তিনকে ভালোবাসা, তাদের পাশে থাকা ঈমানের দাবী
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দী বলেছেন, মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময়, পুণ্যময় ভ‚খÐ বলেছেন। হাদিসের আলোকে প্রমাণিত যে তিনটি শহর সম্মানিত মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বায়তুল মুকাদ্দাস। ফিলিস্তিনকে ভালোবাসা, তাদের পাশে থাকা ঈমানের দাবী।
তিনি বলেন, সম্প্রতি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অতীতের ন্যায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও চলমান গণহত্যা, কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। ঐক্যবদ্ধভাবে ইহুদিদের নৃশংসতা রুখে দিতে হবে। প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবীতে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেট ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মিছিলটি পাঠানটুলা পয়েন্ট থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় পাঠানটুলা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। বিক্ষোভে বিপুল সংখ্যক জামেয়ার বর্তমান ও সাবেক ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র সংসদের ভিপি আবু জুবায়েরের সভাপতিত্বে ও জিএস কাওছার হামিদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা খলীলুর রহমান ও মাওলানা সৈয়দ কাওছার আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার আরবী প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান নোমানী, প্রভাষক ফারুক মিয়া, প্রভাষক আব্দুল মোত্তালেব ইবনে কাবেদ, ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা শরীফ মাহমুদ, মাওলানা জুনাইদ আল হাবীব, প্রভাষক মাওলানা নাজমুল হুদা তোফায়েল, সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক, মাওলানা হেলাল আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, ছাত্রনেতা জাকির বকত ও নাঈম হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি