স্টাফ রিপোর্টার
হযরত শাহজালাল (রহ.) মাজারের লাকড়ি তোড়া উৎসবের মাধ্যমে মাজারের বাৎসরিক ওরস মোবারক আগামী ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব।
লাকড়ি তোড়া উৎসব সিলেটের আদি সংস্কৃতি। সিলেটের অন্যতম এ উৎসব ৭০৫ বছর ধরে পালন করা হচ্ছে। বর্ণিল এ আয়োজনে সিলেট মেতে উঠে ভিন্ন সাজে। বিশেষ করে চায়ের বাগান লাক্কাতোড়া থেকে দলবেঁধে লাকড়ি নিয়ে আসা হয়। আর ওই লাকড়ি স্ত‚প করে রাখা হয় ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারে। ওরসে শিরনি রান্নার কাজে ব্যবহৃত হয় এই লাকড়ি। এই দিনকে সিলেট বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। এ দিন হযরত শাহজালাল (রহ.) মারা যান। এ কারণে এ দিনে বিশেষ প্রার্থনাও করা হয়। এদিকে লাকড়ি তোড়া উৎসবকে কেন্দ্র করে বুধবার হাজার হাজার ভক্ত ও আশেকানের ঢল নামে সিলেট মহানগরীতে। সকাল থেকে ট্রাকযোগে গান বাজিয়ে ভক্তরা মিছিল সহ আসেন মাজার প্রাঙ্গণে। দুপুর গড়াতেই মাজার এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। নেচে গেয়ে সিলেট বিজয়ের এই দিনকে পালন করেন ভক্তরা।