ভাংচুরের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জামানসহ আসামী ২৩

22

স্টাফ রিপোর্টার :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানসহ ২৩ জনকে  গাড়ি ভাংচুরের ঘটনার মামলার আসামী করা হয়েছে। গত সোমবার কোতোয়ালি থানায় এসআই মফিজুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং হচ্ছে- ১৭(১৬/০২/১৫)। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় এডভোকেট জামান, স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হকসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার বিকেলে মিরাবাজার থেকে ছাত্রদল নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন। মিছিল থেকে তারা পিকেটিং শুরু করেন। এ সময় তারা দুইটি বাসসহ ৬টি গাড়ি ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পিকেটারদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এ সময় বাসার সামনে দাঁড়ানো শর্মী দেবের ডান চোখের নিচে রাবার বুলেট বিদ্ধ হয়।