বিকেএসপিতে সুযোগ পেল বানিয়াচংয়ের মারুফ

5

বানিয়াচং প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ের মারুফ মিয়া (১২) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অ্যাথলেটিকসে সুযোগ পেয়েছে।
সে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ত্রিকর মহল্লা গ্রামের ইকবাল জমাদার ও বেনু আক্তারের ছেলে এবং স্থানীয় চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। মারুফ মিয়া ২০২১ সালে জাতীয় শিশু পুরস্কার-২০২১ দীর্ঘ লাফে স্বর্ণ পদক ও দৌড়ে ব্রোঞ্জ পদক পেয়েছিল।
এ ব্যাপারে চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজল উল্লাহ খান বলেন, মারুফ একজন মেধাবী ছাত্র এবং ৩য় শ্রেণি থেকেই তার নৈপুণ্য আমাদের দৃষ্টি কাড়ে। কিন্তু এ ক্ষেত্রে তার বাধা দারিদ্রতা। আর্থিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় এবং জাতীয় প্রতিযোগিতায় তাকে আমি নিয়ে যেতাম এবং ভালো খেলা প্রদর্শনের জন্য সবসময় উৎসাহ প্রদান করতাম। সে তার মেধার স্বাক্ষর রেখেছে। সে ১ মে বরিশালে ক্যাম্পে যোগ দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, জাতীয়ভাবে স্বর্ণ পদক ও ব্রোঞ্জ পদক অর্জন করার পর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মারুফকে আমরা সংবর্ধনা দিয়েছি। এখন সে বিকেএসপিতে স্থান পাওয়ায় অনেক ভালো লাগছে এবং উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।