লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে —ভিসি ড. কামরুজ্জামান

16

লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, প্রযুক্তির সুবাদে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু শিখছে। যুগের সাথে তাল মিলিয়ে তারা বেশ পারদর্শিতার প্রমাণ দিচ্ছে। কিন্তু ছেলেমেয়েদের কেবল লেখাপড়া কিংবা প্রযুুক্তিজ্ঞানে সীমাবদ্ধ হলে চলবে না, ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি সোমবার সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ‘সিলেট প্রেসক্লাব-আফতাব চৌধুরী উচ্চ শিক্ষাবৃত্তি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আজীবন সদস্য, সাংবাদিক ও কলামিষ্ট, শিক্ষাবৃত্তির স্পন্সর আফতাব চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ।
কার্যনির্বাহী কমিটির সদস্য শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু ও মো. দুলাল হোসেন। কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য লুৎফুর রহমান তোফায়েল। বৃত্তিপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আকবর হোসাইন, মুহাম্মদ হাসানুল বান্না, নাজমুস সামাহ, কাশফা রাজ্জাক চৌধুরী ও দিপংকর সিংহ অনিক।