জাতীয় বিশ্ববিদ্যালয় ২৫ বছর পূর্তি উপলক্ষে মদনমোহন কলেজে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা

43

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ জাতীয় বিশ্ববিদ্যালয় ২৫ বছর পূর্তি উৎসব শনিবার মদনমোহন কলেজে নির্দেশনা অনুযায়ী সকাল ১১টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের অধিভুক্ত মদনমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। শোভাযাত্রা পরবর্তী কলেজ শিক্ষক মিলনায়তনে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীর উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। শিক্ষক পর্ষদ সম্পাদক উজ্জ্বল দাসের পরিচালনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কলেজ উপাধ্যক্ষ (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক জয়ন্ত দাশ, অধ্যাপক প্রদীপকুমার দে, সহযোগী অধ্যাপক সৈয়দ আবদুল ওয়াদুদ, অধ্যাপক আসমা-উল-হোসনা, অধ্যাপক মোহাম্মদ আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক রেহানা আক্তার, সহযোগী অধ্যাপক হোসনে আরা কামালী, প্রধান সহকারী অরিন্দম দত্ত বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে ২২৪৯টি অনার্স-মাস্টার্স কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। এর মধ্যে সরকারি ২৭৫, বেসরকারি ১৬২০ ও বিশেষায়িত ৩৫৪ প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ লাখ। শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি