স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে মাথাগোঁজার নিজস্ব ঠাঁই না থাকা আরও ৩ হাজার ৩৯টি পরিবার নিজের করে পাচ্ছে ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারে এসব পরিবারে স্থায়ী হবে সোনালী হাসি।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ সেøাগানে দেশব্যাপী ভ‚মি ও গৃহহীন পরিবারকে সরকারি জায়গায় ঘর তৈরি দেওয়ার ঐতিহাসিক প্রকল্প হাতে নিয়েছিলো বর্তমান সরকার। ইতোমধ্যে তিন ধাপে ভ‚মি ও গৃহহীন পরিবারের কাছে আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়। এবার তৃতীয় ধাপের অবশিষ্ট ও চতুর্থ ধাপের ঘর বুঝিয়ে দেয়া হবে। কাল বুধবার ২২ মার্চ সিলেট বিভাগের ৩ হাজার ৩৯টি পরিবারের কাছে উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হবে। এদিন সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার ২০ মার্চ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মজিবর রহমান জানান- এ ধাপে সিলেট বিভাগে মোট ৩ হাজার ৩৯টি পরিবারকে ভ‚মি ও ঘর প্রদান করা হবে। এর মধ্যে সিলেট জেলায় ৬০৬, মৌলভীবাজারে ১০০৬, হবিগঞ্জে ৮১৫ ও সুনামগঞ্জে ৬১২টি ঘর প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়- সিলেট জেলার বালাগঞ্জে ১০২, বিয়ানীবাজারে ৪৫, বিশ্বনাথে ৪৩, কোম্পানীগঞ্জে ৩৫, ফেঞ্চুগঞ্জে ১২, গোলাপগঞ্জে ৩২, গোয়াইনঘাটে ১৭০, জৈন্তাপুরে ৩২, কানাইঘাটে ১৮, সিলেট সদরে ৪৪, জকিগঞ্জে ৫৬ ও দক্ষিণ সুরমায় ১৭টি ঘর।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪৮, মৌলভীবাজার সদরে ১৬৭, রাজনগরে ১৫৬, কমলগঞ্জে ২০০, কুলাউড়ায় ৬৪, বড়লেখায় ১০৯ ও জুড়ীতে ১৬২টি ঘর। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭২, নবীগঞ্জে ৩০০, বাহুবলে ১৩৭, বানিয়াচং ১৭৭, চুনারুঘাটে ৯৭, হবিগঞ্জ সদরে ২৯ ও মাধবপুরে ৩টি ঘর। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২২১, দিরাইয়ে ৯৫, দোয়ারাবাজারে ৮৮, তাহিরপুরে ২৫, সুনামগঞ্জ সদরে ১২৩ ও শান্তিগঞ্জে ৬০টি ঘর।
ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের চারটি উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এই তালিকায় আছে দক্ষিণ সুরমা উপজেলা।
বিষয়টি জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা। গতকাল সোমবার ২০ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর ও দক্ষিণ সুরমা উপজেলাকে ‘ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী বুধবার ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘ভ‚মিহীন ও গৃহহীন’ (ক- শ্রেণী) পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন এবং দক্ষিণ সুরমা উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের অধীনে এ পর্যন্ত মোট ১৫৮টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা করা হয়েছে। এর মধ্যে সোমবার ১৭টি ঘর উদ্বোধন করা হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা বলেন, দক্ষিণ সুরমায় যাদেরকে পুনর্বাসন করা হয়েছে তারা সবাই সে ঘরগুলোতে বসবাস করছে। বর্তমানে এই উপজেলায় আর কোন ‘ভ‚মিহীন ও গৃহহীন’ মানুষ নেই। জমি আছে ঘর নেই এরকম লোক থাকতে পারেন, তাঁদেরকেও পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাখন চন্দ্র সুত্রধর বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বকর, মোঃ শামীম আহমদ প্রমুখ।