জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচন আজ, প্রার্থীদের ভাগ্য ভোটারের হাতে

18

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
আজ ২ নভেম্বর বুধবার দীর্ঘ কাক্সিক্ষত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার শুধু ভোট গ্রহণের পালা। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৮৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলবে। ভোট প্রদানের মাধ্যমে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। কে হচ্ছেন, আগামী দিনের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। তা দেখার অপেক্ষায় রয়েছেন প্রবাসী সহ জগন্নাথপুর উপজেলাবাসী।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ সহ ৩টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আকমল হোসেন (নৌকা), সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়তে উলামায়ে মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও জাতীয় পার্টি পরিচিত যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা) উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ছালেহ আহমদ (চশমা), বিএনপি পরিচিত যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেত্রী সুফিয়া খানম সাথী (ফুটবল), রিনা বেগম (কলস) ও সেলিনা বেগম (হাঁস) প্রতীক নিয়ে লড়াই করছেন।