সুস্থ থাকার জন্য ফলদ বৃক্ষ রোপণের বিকল্প নেই ——— মাহমুদ উস সামাদ এমপি

38

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বৃক্ষ রোপণে মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ফরমালিন মুক্ত ফল খেতে হলে প্রত্যেকের বাড়ীঘরের আঙ্গিনায় ফলদ বৃক্ষের চারা রোপণ করা প্রয়োজন। শুধু দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলে চলবে না, সুস্থ থাকার জন্য ফলদ ও বনজ বৃক্ষ রোপণের বিকল্প নেই। সম্প্রতি বন্যায় গাছপালা সহ কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদেরকে কৃষি খাতে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বাড়ী একটি খামার প্রকল্প চালু করেছেন, এর মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি বাড়ীতে পুকুরে মাছ চাষ, বেশি বেশি করে ফলজ গাছ রোপণ করা, হাঁস-মুরগী, গরু-ছাগল পালন করার মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপশি দেশ উপকৃত হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কৃষকদের অনাবাধি জমি চাষের আওতায় আনার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৭ অক্টোবর শনিবার সকালে বালাগঞ্জ উপজেলার এম এ খান অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ এর সভাপতিত্বে, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুন নেছা ও উপসহকারী কৃষি অফিসার হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম এ মতিন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মালেকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নূরু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফিতা কেটে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রদের হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে মৌসুমের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের জন্য বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উপকরণ সহায়তা বিতরণ করেন। বিজ্ঞপ্তি