মুহাম্মদ আলম জাহাঙ্গীর

18

বাংলা ভাষা :

বাংলা আমার মুখের বুলি
বাংলা মায়ের ভাষা,
বাংলা ভাষা বিশ্বে পড়ুক
ধনী কিংবা চাষা।
বাংলা ভাষায় পড়ি লিখি
বাংলায় বিশ্ব চিনি
বাংলার তরে জীবন দিলো
তাদের কাছে ঋণ’ই।
বাংলা ভাষায় আছে কোটি
গান কবিতা ছড়া,
বাংলা ভাষায় নোবেল পেলো
জানে বিশ্ব ধরা।
সারাবিশ্বে বাংলায় গান গায়
একুশ ফেব্রুয়ারি,
মর্যাদায় সব স্বরণ করে
শিশু-কিশোর নারী।।