ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন করার জন্য সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে সার বীজ বিতরণসহ সকল প্রকার কৃষি পণ্য হাতের নাগালে রেখেছ্নে। কৃষক সঠিকভাবে ফসল উৎপন্ন করলে দেশ স্বাবলম্বী হবে, তাই বর্তমান সরকার কৃষকদের সেবা দোড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। সরকার কৃষিকে বাজেটে অগ্রধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়ায় আমেদের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। গতকাল দুপুরে বিএডিসি অর্থায়নে ১৩ লক্ষ টাকা ব্যয়ে ওসমানীনগরের বানাইয়া হাওরের সোনাতলী খালের খনন কাজের উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএডিসির সিলেটের সহকারী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম, বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, রমজান নগর এগ্রো প্রাইভেট লিমিটেডের এমডি আনহার হোসেন, সমাজসেবক এইচ এম রায়হান, জাপা নেতা সিদ্দেক আলী, সৈয়দুল ইসলাম, আজিজুর রহমান, আনহার হোসেন একাডেমির চেয়ারম্যান রোমান আহমদ, যুব সংহতি নেতা তাজিদ বকস্ লিমন, আশিক মিয়া। উপস্থিত ছিলেন যুব সংহতি নেতা মুকিদ মিয়া, আব্দুস শহিদ, ফয়াজ আলী, নরুল সাদি, জায়েদ আহমদ, নুর হোসেন, রাজ উদ্দিন, আব্দুল লতিফ, নোহেল আহমদ, শাহজামান চৌধুরী, বদরুল আলী প্রমুখ।