বড়লেখা থেকে সংবাদদাতা :
সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি বলেছেন, সরকার যেমন অনগ্রসর মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, ঠিক তেমনী সরকারের আদেশ-নির্দেশও জনগণকে মানতে হবে। বাল্যবিয়ে বন্ধ করতে হবে। যৌতুক নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না। সরকারের সবধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে। নিজেদের অধিকার ও ক্ষমতায়নের জন্য শিক্ষিত হতে হবে। যতক্ষণ না নিজেরা শিক্ষিত না হবেন, ততক্ষণ অন্য কেউ আপনাকে সম্মান করবে না। সরকার শুধু সাহায্য দিয়েই আপনাদের উন্নতি করতে পারবে না। ভাগ্য উন্নয়নে নিজেদেরও উদ্যোগী হতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরপ্রাপ্ত পরিবারের সদস্যদের সাথে উপজেলা তথ্য আপা আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আগামী ১৫ দিনের মধ্যে সরকারী ঘরপ্রাপ্ত ১৫ পরিবারের পানির সমস্যা সমাধানের এবং অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের আশ্বাস দেন। এসময় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ঘরপ্রাপ্তসহ ৫০ জন দরিদ্র উপকারভোগীকে সাবলম্বী হওয়ার জন্য নগদ টাকা ও মোরগ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও তথ্য আপা মাহবুবা খাতুনের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। এসময় সহকারী কমিশনার ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. দুলাল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, বেলায়েত হোসেন, ফয়সাল মাহমুদ ফুয়াদ, থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি কাশেমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠকে যোগাদান করেন এবং প্রকল্প পরিদর্শন করেন।