কুলাউড়ায় বসতঘরের সিঁদ কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত তিন বছরের শিশু চুরি !

5

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কুলাউড়ায় বসতঘরের সিঁদ কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় হাবিবুর রহমান মাহিন (৩) এক শিশু চুরি হয়েছে।
মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।
শিশু মাহিনের মা লিজা বেগম জানান, মাহিনের বাবা দুবাই প্রবাসে থাকায় আমি শিশু সন্তানকে নিয়ে কৌলা গ্রামে বাবার বাড়ি থাকি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেই মাহিনকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ ঘুম ভাঙলে মাহিনকে বিছানায় না দেখতে পেয়ে ঘরে খুঁজতে থাকি। একপর্যায়ে ঘরের সিঁদ কাটা দেখতে পাই। তখন আমি চিৎকার দিলে পরিবারের সবাই এসে দেখতে পান সিঁদ কেটে আমার ছেলে শিশু মাহিনকে তুলে নিয়ে গেছে। পরে সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে, পুলিশ বাড়িতে আসে।
স্থানীয় এলাকাবাসী ও ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের বিয়ে হয় একই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সাথে। মর্তুজ মিয়া দুবাই চলে গেলে তার স্ত্রী লিজা আক্তার কৌলায় বাবার বাড়িতে দুই বছর থেকে ছেলে মাহিন কে নিয়ে বসবাস করছেন। সে সুবাধে তার দূর সম্পর্কের আত্মীয় জুড়ি উপজেলার সজনু মিয়ার সাথে সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন রাত ও এর আগে টেলিফোনে তার সাথে কথাও হয় মজনুর। শিশুটিকে সিঁদ কেটে নিয়ে যাবার সময় ঘরের বাহিরে তার পায়ের একটি জুতা ফেলে যায়। দরজা খুলে শিশুটিকে নিয়ে যাবার সময় ঘরের লোকজন জেগে চিৎকার চেঁচামেচি করতে থাকলে শিশুটিকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর সূত্র ধরে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে বলে জানান তারা।
প্রতিবেশি রুহুল আমিন বলেন, সন্দেহ হচ্ছে মেয়েটির সাথে ছেলেটির পরকিয়া সম্পর্কের কারণে এমন হতে পারে। মেয়েটির কথা ও মোবাইলের কলের সাথে মিল পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, চুরি হওয়া শিশুর পিতা মুর্তুজ আলী দুবাই থাকেন। শিশুর মা শিশুকে নিয়ে তার পিত্রালয়ে থাকেন। এ ঘটনার পর থেকেই শিশুটিকে উদ্ধার করতে পলিশের পুরো টিম কাজ করছে। ইতিমধ্যে এ বিষয়ে তারা বেশ তথ্য পেয়েছি। আশা করি দ্রুত প্রাপ্ত তথ্যমতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব।