মোঃ রুহুল আমিন

7

মুনাফিক ওই গুণ :

কথার কথা বলবে নাকো
কোনো মুসলিম গণ,
কথার খেলাপ ভঙ্গ করলে
পাপী তোমার মন।

মুসলিম রূপে ধার্মিক বেশে
কথায় ধোঁকা দেয়,
ধোঁকার ছলে নেকীর পাল্লা
শূণ্য করে.. নেয়।

মুসলিম বলে করছো দাবি
দিচ্ছো ধোঁকা আজ,
ধোঁকা দেওয়া অধিক গুনাহ
জঘন্য ওই. কাজ।

শোনো মুসলিম ধোঁকা দেওয়া
মুনাফিক ওই গুণ,
ঈমান আমল ঘাটতি পড়বে
ধরবে পাপের ঘুণ।

মুখের কথায় লাভের আশায়
ধোঁকা দিতে চায়,
নিজের কর্মে.. সবার কাছে
নিন্দার নামটা পায়।

মুমিন বান্দা ধোঁকার থেকে
অনেক দূরে রয়,
ধোঁকাকারির কঠিন শাস্তির
যদি থাকতো ভয়।

ধোঁকার ধারা করছে ভক্ষণ
গরল বিষে পান,
ধর্মের সাধু সাজতে আবার
যাচ্ছে কতই মান।

মুসলিম হওয়া অনেক সহজ
মুমিন তবে নয়,
মুসলিম হলে মুমিন হওয়ার
রাখো হৃদে ভয়।