সিলেটের বাজারে কমেনি পণ্যের দাম। পণ্যের দামের খেশারত দিচ্ছে, সাধারণ ক্রেতা সমাজ। ফলে পণ্য ক্রয় করতে গিয়ে সাধারণ মানুষ চোখে শস্য-ফুল দেখছে। সরকারের বেঁধে দেয়া মূল্যে তালিকা কেউ মানছে না। তাই ক্রেতাদের দুর্ভোগ বাড়ছে। এ দুর্ভোগ থেকে রক্ষার কোন পন্থা রয়েছে বলে মনে হয় না।
সরকার প্রতিটি পণ্যের দাম বেঁধে দিলেও সাধারণ বাজারে এর প্রভাব পড়েনি। বরং পাইকারী ও খুচরা বাজারে যে যেভাবে পারছে, সেভাবে ক্রেতাদের পকেট খালি করছে, কোন প্রতিকার নেই। এতে ক্রেতা সাধারণের মধ্যে দিন-দিন ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এনিয়ে সাধারণ গরীব অসহায় দিন মজুর মানুষের মধ্যে গুঞ্জনের শেষ নেই।
সম্প্রতি অসাধু ব্যবসায়ীরা সুকৌশলে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ সবধরনের পণ্যের ওপর মূল্যে বাড়িয়ে দিয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি উপার্জন করতে থাকলে সরকার পণ্যে-দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও কোন ফল হয়নি। বরং সরকারের কোন প্রকার সিদ্ধান্তকে পাত্তা দেয়নি।
বর্তমানে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দাম একটুও কমেনি। পাইকারী-খুচরা একেই চলছে। সাধারণ ক্রেতাদের মতে এ অবস্থা কত দিন চলবে। এসব ব্যবসায়ী নামক দুর্বৃত্তদের হাত থেকে ক্রেতা সমাজ রক্ষা পাবার কোন পদক্ষেপ নেয়া হবে না।
এমনিতে দেশের সাধারণ মানুষ হাজারো সমস্যার মধ্যে জীবন ধারণ করতে হচ্ছে। করোন নামক মহামারী, বার-বার প্রাকৃতিক বন্যায় আক্রান্ত দেশবাসী চরম দুর্বিষহ জীবন ধারণ করতে হচ্ছে, এরই মধ্যে মানুষ সৃষ্টি পণ্যের দাম বৃদ্ধি সাধারণ জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। মানুষ-সৃষ্টি সমস্যা দূর করতে সরকার কি ব্যর্থ হতে চলেছে, যা কোন বিবেকবান ব্যক্তি মেনে নিবে না।
দেশের এ ক্রান্তি লগ্নে ক্রেতা সাধারণের কল্যাণান্তে বাজার দরের প্রতি সারকার মনোযোগী হবেন বলে সচেতন মহল মনে করেন।