আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী কর্মশালা গতকাল বিকেল ৪ টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আবদুর রউফ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকেরনব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম, ব্যাংকের উপ মহাব্যবস্থাপক( নিয়ন্ত্রণ ও কম্পিউটার শাখা) মো: মাহবুবুর রহমান, রেঞ্জ পরিচালক আনসার ও ভিডিপি সিলেট রেনজ গোলাম কিবরিয়া। এ সময় ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন সুফিয়ান আহমদ।
প্রধান অতিথির বক্তব্য আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্ভাবনা অপরিসীম এবং এ সম্ভাবনাকে সফল করতে হলে প্রত্যেককে চ্যালেঞ্জ গ্রহণ ও মোকাবেলা করতে হবে। ব্যাংকের কর্মকান্ড আরো গতিশীল ও সম্প্রসার পূর্বক শক্ত ভিতের উপর দাঁড় করাতে হলে সততা, কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। তিনি ৬০ লক্ষ আনসার ও ভিডিপি সদস্যর সেবা প্রদান কল্পে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে দ্রুততার সাথে শাখা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি