মনির চৌধুরী

19

মনে পড়ে :

একাকী নিরালয় বসে যখন থাকি ঘরে
অতীতের সেই মধুর স্মৃতি ভীষণ মনে পড়ে।
মনে পড়ে সন্ধ্যাবেলার লুকোচুরি খেলা
পড়ালেখা ফাঁকি দেওয়া সেই যে ছেলেবেলা।

বন্ধুর সাথে কাঁধ মিলিয়ে পাঠশালাতে যাওয়া
খেলার ছলে নামতা ছড়া কোকিল সুরে গাওয়া।
আঁকা-বাঁকা মেঠো পথের কাঁদামাটির চুম
পুকুর জলে সাঁতার কাটার আনন্দের ওই ধুম।

কাঁদার গায়ে নূপুর পায়ে দেশের ছবি আঁকা
দূর্বা ঘাসের শিশির বিন্দু হাতে পায়ে মাখা।
ভর দুপুরে প্রজাপতির পিছে পিছে ছোটা
মৌ-পাপিয়ার মত করে ফুলের মধু লুটা।

বর্ষাকালের অথই জলে নৌকা বাইচ খেলা
দুষ্টু ছলে নদীর বুকে কাটানো সেই বেলা।
মার শেখানো অ-আ-ক-খ মিষ্টি মধুর বুলি
কোমল হাতের রং-বেরঙের ফুলপাখিদের তুলি।