হিম হিম অন্ধকার :
পরাজিত সূর্যটা খড়ের পালার ভিতর
ওম খোঁজে। দাপুটে হিম-তা-বে পর্যুদস্ত পৃথিবীতে
নেমে আসে হিম হিম অন্ধকার…
এদিকে জীবনগুলো যেন খেজুর রসে ভেজা
জবজবে সুস্বাদু পিঠে-পুলি হয়ে ওঠে…
একদল দুর্বৃত্ত পৌষমেলা বসিয়ে লুঠ করে
তল্লাটে তল্লাটে আমাদের শেষ তাপমাত্রা
সুরক্ষার স্বাধীনতা…
আসলে আলো ও তাপের পরাজয় প্রান্তর মানে
কারো পৌষ মাস কারো সর্বনাশ….