ছাতকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পাঠশালায় আনন্দ উৎসব ও দোয়া মাহফিল

39

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পাঠশালায় এক আনন্দ উৎসব ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিজ বসত বাড়ি ইসলামপুর ইউনিয়নের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়। সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ নজিবুর রহমান মানিক সিনিয়র সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্য সচিব নিয়োগ পাওয়ায় ইসলামপুর যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ আনন্দ উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে ও শিক্ষক সাব্বির আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, ছাতক বহুমূখি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তাজুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ি ইছাক আলী, আফাজ উদ্দিন, ফারুক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, এডভোকেট বদর উদ্দিন, আশিদ আলী, দুদু মিয়া, নিজাম উদ্দিন, মাওলানা জহির উদ্দিন, মুখ্য সচিবের ভাই শামসুর রহমান সাদিক, মাওলানা আবুল খয়ের, মুহিবুর রহমান, আবুল কালামসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী আবদুল বাকি। জাতিয় সংঙ্গীত পরিবেশন করেন গনেশপুর ও জামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে মোনাজাত পরিচালনা করেন, গনেশপুর মাদরাসার মুহতামীম মাওলানা শায়খ আবদুল হান্নান।