বিজন বেপারী

23

কাঁপানো শীত :

হাড় কাঁপানো শীত পড়েছে
কুয়াশায় ঘেরা মুখ
গরীব মানুষ অসহায় আজ
বিপন্ন তাই সুখ।

শীতে কাঁপে দাদুর লাঠি
নাতির কাঁপে ঠোঁট,
হিমেল হাওয়ায় ফাট ধরেছে
খোকা খুকির ওঠ।

রূপের আগুন জ্বলে না আজ
সুন্দরীদের মুখে,
সূর্য যেমন কালমুখী আজ
ঘরে থাকার দুখে।

জ্বলছে আগুন পথে ঘাটে
একটু উষ্ণতায়,
গরীব দুখী পথের পথিক
সুখী সখ্যতায়।