সমাজসেবা অধিদপ্তর সিলেট এর পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠি এ দেশেরই নাগরিক। এদেরকে বঞ্চিত নয়, অধিকার দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন সহ সচেতন ব্যক্তিবর্গকে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কাজ করতে হবে। ধর্মীয় অনুশাসন ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে তাদেরকে সচেতন করে তুলতে হবে।
তিনি ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিলেট যুব একাডেমির উদ্যোগে নগরীর বাগবাড়িস্থ সিলেট জেলা সমাজসেবা সম্মেলন কক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস এর সভাপতিত্বে ও এস.জে এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অফিসার এইচ. ফারুক আহমদ খানের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, মহিলা ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ, সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুবুল আলম খাসনবীশ, দি নিউ নেশন এর ব্যুারো প্রধান এস.এ শফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট ম্যানেজার বোরহান উদ্দিন, মেরিট স্টোপের প্রোগ্রাম অফিসার মোহন লাল দেব, ভিক্টিম সাপোর্ট সেন্টারের এ.এস.আই টুম্পা খাতুন, এস.জে’র মনিরুজ্জামান মজুমদার, জিনাত রেহানা জুলি, শারমিন আক্তার, মোহাম্মদুজ্জামান, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, মালবিকা হাজং, সেলিনা আক্তার, মাহমুদা রহমান, কাওছার আহমদ, এম.এস ওয়াদুদ প্রমুখ। বিজ্ঞপ্তি