“নতুন বই” :
খোকন সোনা স্কুলে যায়,
হাতে নতুন বই –
বছর শুরু মনটা উড়ু,
আনন্দে হৈচৈ।
কি আনন্দ খোকন সোনা,
বই পড়ছে খুলে –
মন দিয়েছে বইয়ের পড়ায়,
খাওয়াদাওয়া ভুলে।
বইয়ের পাতায় হরেক ছবি,
হরেক রকম পড়া –
খুশির জোয়ার মনটা ভরে,
আনন্দে মন গড়া।
নতুন বই আর নতুন ক্লাসে,
খোকার ভালো লাগে –
বই গুলো সব গুছিয়ে নিয়ে,
স্কুলে যায় আগে।