বাঁশের বাঁশরী :
ওগো অচেনা পথিক বাঁশরী বাজাও হে
মধুর বনে,
রোদেলায় ঘেমে ঘেমে যেন সোনা ঝরে
মলিন বদনে।
বাঁশের বাঁশরী উদাসী সুর দোলে ঢোলে
সর্ব অঙ্গনে,
মধু লোভী পিয়াসী মিটাও তৃষ্ণা মগ্ন
ফুলো পানে।
সুর শুনিয়ে হরিলে পরাণ নীড় পূজি
বলো কেমনে,
কি কামনায় বাজাও বীণ হৃদয়ে হানে
যে গোপনে।
মায়া ডোরে বাঁধিয়া ঘায়েল করিলে
তব যতনে,
বাজাও বাঁশরী অঙ্গ দুলিয়া ঠোঁট গড়া
যেন রতনে।
কাজল কালো বাবরি চুল দুলাও বসে
আনমনে,
ডাগর চোখে চাহনিতে ঝরে অগ্নি খরা
মন অরণ্যে।
ওগো পথিক বাঁশরী লইয়া বসিয়া রহো
ভরা ফাগুনে,
মম জীবন যৌবন সুদ্ধ বরো বাঁশরীর
মর্ম আগুনে।