স্টাফ রিপোর্টার :
পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট নাসিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। স্টুডেন্ট ওয়েলফেয়ার ওর্গানাইজেসন, সিলেট নার্সিং কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচিতে কয়েকশত শিক্ষার্থী অংশ নেন।
পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, নার্সিং পেশায় স্বতন্ত্র প্রফেশনাল বিসিএস ক্যাডার সার্ভিস (নার্সিং ক্যাডার) চালু করা, ইন্টার্নশীপ ভাতা ৬ হাজার থেকে থেকে ১৫ হাজার টাকা ও শিক্ষার্থীদের প্রতি মাসে বৃত্তি ভাতা দ্বিগুণ করা, নার্সিং কর্মকর্তাদের প্রদানকৃত বর্তমান ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি পুনঃ বিবেচনা ও মতামত সমীক্ষা করে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যেবোধের সাথে সামঞ্জস্য রেখে মার্জিত পোশাক নির্ধারণ করা, নার্সিং শিক্ষার মান সুনিশ্চিত করতে নার্সিং কলেজগুলোতে লেকচারার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল পদ সমূহ সৃজনপূর্বক নিয়োগ দেয়া এবং প্রত্যেক নার্সিং কলেজের ছাত্রদের জন্য ছাত্রাবাস নির্মাণ ও স্বতন্ত্র সেবা নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।