বিবিদইল গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। ১৫ ডিসেম্বর রবিবার দুপুরে বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিবিদইল গ্রামবাসী ও গ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত গণসংর্বধনা অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন। সিলেট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, বিবিদইলবাসীর ভালোবাসা আমার প্রেরণা, এ প্রেরণা থেকে আজকের এই অবস্থান। আপনাদের ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরো বেগবান হবে।
বিশিষ্ট মুরব্বী আব্দুল ওয়াহাব খাঁন খোকা মিয়া’র সভাপতিত্বে ও বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম ও ৫নং ওয়ার্ড মেম্বার জুনেদ আহমদ এর যৌথ পরিচালনায় গণসংবর্ধনায় সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, সালেহা নুর চৌধুরী একাডেমীর প্রতিষ্ঠাতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট মুরব্বী হাজী রুশন মিয়া, বিবিদইল জামে মসজিদের মোতাওয়াল্লী ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়া, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুল কুদ্দুস, প্রবাসী কমিউনিটি নেতা রফিকুল হক, লালাবাজার ইউ/পি প্যানেল চেয়ারম্যান রওশন আহমদ, ভূমি কর্মকর্তা আছবাহ আহমদ লিটু, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, দেলওয়ার আলী খান রানা, স্টার লাইট কলেজ এর প্রিন্সিপাল নজরুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউ,কে’র সহ সভাপতি এম এ আলী, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, হযরত আবু দৌলত শাহ জাকারিয়া (রাঃ) মডেল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ, সমাজসেবী ও রাজনীতিবিদ লোকমান আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুল এর পরিচালক আমিনুর রহমান চৌধুরী সিফতা, ইউ/পি মেম্বার সিরাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি