জাকিরুল চৌধুরী

8

সবে সাক্ষী :

আকাশ সাক্ষী,বাতাস সাক্ষী, সাক্ষী তেরশো নদী,
এমন কি আর হতো একটু ভালোবাসতে যদি।
মাছ সাক্ষী,পানি সাক্ষী,সাক্ষী নদীর ঢেউ,
ভালো যদি বাসতে তুমি জানত না আর কেউ।
বাগান সাক্ষী, পাখি সাক্ষী, সাক্ষী জোৎস্না ফুল,
তোমায় আমি ভালোবেসে করিনি কবুও ভুল।
গাছ সাক্ষী, ফল সাক্ষী, সাক্ষী গাছের পাতা,
তুমি সাক্ষী, মন সাক্ষী, সাক্ষী কলম খাতা।