আসাদউজ্জামান খান
হোসেন ছিলো সবার প্রিয়
মহানবির নাতি
ছয়শ আশির দশ মহররম
ইমাম হোসেনের
নিবছে জীবন বাতি।
এজিদের দল ফোরাত তীরে
পাতলো কঠিন চাল
কারবালার সে ময়দানটিকে
ইমাম হোসেনের
রক্তে করলো লাল!
ইমাম হোসেন অসহয়ে
করল মৃত্যু বরণ
মহরমের দশ তারিখে
ইমাম হোসেনের
জীবন করি স্মরণ।