কথা গুলো :
কথার ভেলার কথা দিয়ে সত্য থাকে ঘুমিয়ে,
ইচ্ছা মত পালিশ করে বাতাসে দেই উড়িয়ে।
নিজের ডালের কথাগুলো নিজের মত সাজিয়ে,
সবার মাঝে ছড়িয়ে দেই বিশ্বাস যায় মরিয়ে।
সত্য যখন আসল সত্য! বিশ্বাস যায় উঠিয়ে,
আজব কথার গজব বেশি মিডিয়া দিয়ে ছড়িয়ে।
সোচাল এখন পশুর মাঝে বিবেক দেয় নাড়িয়ে,
ভালো মন্দের ধারাধরে না তারা যায় নাচিয়ে।
মাঠ কাঁপানো কথা দিয়ে নেতা দেয় বাড়িয়ে,
মিথ্যার ফলন গগণ চুম্মি পত্রিকা দেয় চালিয়ে।
পক্ষে তাকে থাকতে হবে বলতে হবে বাড়িয়ে,
তেলবাজিতে বাজিমাত মিডিয়া যাবে ছাপিয়ে।
তারাও জানে কথার ভীরে সত্য কথা লুকিয়ে,
ঠিক ভাবে প্রচারে করে যাবে আয় কমিয়ে।
আমরা বন্দি সবাই যে সাহস গেছে মরিয়ে,
লোভ লালসা মন মগজে পথ গেছে হারিয়ে।