হেমন্ত আজ পাড়া গাঁয়ে :
হেমন্ত আজ তাই পড়েছে
পাড়া গাঁয়ে সাড়া,
সেই আনন্দে মা-খালারা
সবাই আত্মহারা।
রোজ সকালে ময়না পাখি
মধুর সুরে ডাকে,
মুগ্ধ হয়ে খোকন সোনা
শুধুই চেয়ে থাকে।
ধানের ক্ষেতে দুষ্টু পাখির
কিচিরমিচির রব,
হলুদ রাঙা ধানে ছড়ায়
হেমন্তের উৎসব।
মাথায় করে ধানের বোঝা
বাড়ি আনছে চাষি,
সেই আনন্দে নববধূর
মুখে ফোটে হাসি।
জুঁই,চামেলি,হাসনাহেনা
কুসুম বাগে ফোটে,
মনের সুখে মৌ-পাপিয়া
ফুলের মধু লোটে।