আজব মানুষ :
আজব মানুষ কেমন করে
চলে দুটো পায়ে,
কেমন করে বোতাম ছাড়া
গেঞ্জি পরে গায়ে।
কেমন করে কথা বলে
মুখটা নেড়েচেড়ে,
কেমন করে রাগ হলে সে
মারতে আসে তেড়ে।
কেমন করে নাক উঁচিয়ে
ঘ্রাণটা নেয় রে চেটে,
কেমন করে ফল ফলাদি
ভরে সবটা পেটে।
কেমন করে দেখে বলো
চশমা চোখে দিয়ে,
কেমন করে চলে আবার
মাথায় বোঝা নিয়ে।
আজব মানুষ আজব ব্যাপার
ঘুমায় দৃষ্টি বুঁজে,
মানুষটাকে চল না সবাই
গিয়ে দেখি খুঁজে।