ইলিয়াছ হোসেন

5

বনোজ ঔষধ :

প্রকৃতির গাছ-গাছালিতে আছে অনেক গুণ
অসুখ বিসুখ হলে শরীরে প্রয়োগ করুন।

সোনামনির কাঁশি হলে তুলসির রস খাবে
আমলকি কেউ খেলে তাতে ভিটামিন সি পাবে।

বেলি ফুলের সুবাসে হয় হালকা ঘুমের আবেশ
বাসক পাতার রস খেলে বড়দের কাঁশি শেষ।

গোলাপ ফুলের সুগন্ধে প্রফুল্ল হয় হৃদয়
নিমের তেল ব্যবহার করলে চুলকানি হয় লয়।

কনকচাঁপার সুবাস মনের হতাশা কমায়
আমলকির রস ব্যবহারে খুস্কিকে দমায়।

ঠান্ডা লাগলে খাবে রঙ-চা মিশিয়ে লেবুর রস
পেটের অসুখ হলে খাবে থানকুনি পাতার কস।

দেহে যদি জলুনি হয় ডাবের পানি খাবে
আনারসের কচি পাতায় কৃমি চলে যাবে।

বনোজ ঔষধ জোগাড় করতে কোনো কষ্ট নাই
রাস্তার ধারে বন-বাঁদাড়ে পাওয়া যায় যে ভাই।