ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের জোয়ারের কথা বলে দেশকে দুর্নীতির জোয়ারে পরিণত করেছে। বাংলাদেশে গণতন্ত্র নেই, জনগণের সরকার নেই। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, বুকের রক্ত ঢেলে দিয়েছিল গণতন্ত্রের জন্য। আজকের স্বাধীনতার ৫০ বছর পর, কেন বলতে হচ্ছে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার নেই।’ ‘বিএনপি সারা দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। আপনারা দেখেছেন, প্রত্যেকটি সমাবেশ সফল।
আগামী ১৯ নভেম্বর শনিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণসমাবেশে যোগ দিতে হবে।
(১০ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩টায় ছাতক জাউয়া বাজারস্থ রয়েল কনভেনশন হলে আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে জাউয়া বাজার ভাঁতগাও, সিংচাপইড়, চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক পীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর এবং ভাতগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম.সমরু মিয়ার যৌথ পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি তকদ্দুছ আলী পীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা সুরত, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত চেয়ারম্যান, সহ-প্রকাশনা গোলাম হোসেন সাকিল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, কয়েছ মিয়া, আতিকুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াছ উদ্দিন, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ভাতগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এড আব্দুল আহাদ, সহ-অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী, সদস্য গাজী মিলটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু শামীম, কামাল হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, আলা উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি