দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য ——–প্রকৌশলী হামিদ

35

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী এ.কে.এম এ হামিদ বলেছেন, বিশে^র যে কোন দেশে কারিগরি শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কারিগরি শিক্ষা অগ্রসর হলে বাংলাদেশ পৃথিবীর অন্য যে কোন দেশের সাথে সমান তালে এগিয়ে যাবে। সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান কোনভাবেই খাটো করে দেখা সমীচিন হবে না।
তিনি গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার রাতে নগরীর জেল রোডস্থ একটি হোটেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে সাংগঠনিক সফর উপলক্ষে আইডিইবি সিলেট জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ রেহান মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী কামরুজ্জামান নয়ন, সহযোগী সদস্য প্রকৌশলী মোঃ আতিয়ার রহমান, ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী দেওয়ান মোঃ ইলিয়াছ।
সাংগঠনিক সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী মোঃ মঈনুল ইসলাম চৌধুরী। গীতা পাঠ করেন প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমদ।
আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমানের পরিচালনায় সভায় সাংগঠনিক বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী ইয়াছিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুস সবুর। বিজ্ঞপ্তি