জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা আবু হেনা চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালন

7

সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আবু হেনা চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ অক্টোবর’২২ সোমবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট এর সাহিত্য আসর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
এনডিএফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম এর পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখর সেন, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সজীব মিয়া, জেলা কমিটির অন্যতম সদস্য বদরুল আজাদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
এদিকে শাহজালাল (রহ.) দরগাহস্থ কবরস্থানে গতকাল সকাল ৮টায় প্রয়াত নেতা আবু হেনা চৌধুরীর সমাধিস্থলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা ও সিলেট জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শিক্ষক সমিতির নেতা ও এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমশের আলী, নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এ এইচ এম ইস্রাফিল আহমদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল মালাকার, আবু হেনা চৌধুরীর ছোট ভাই জিয়াউর রহমান শিপার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর শরিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় ছাত্রদল, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি