স্টাফ রিপোর্টার :
শাহপরান থানার গ্রীণল্যান্ড আবাসিক এলাকা থেকে নারী নির্যাতন ও একাধিক মামলার গ্রেফতারকৃত আসামি আবুল হাসনাত সিদ্দিকী রনিকে (৩৫) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। ধৃত রনি জকিগঞ্জের থানাবাজার গ্রামের আবুল খায়েরের পুত্র। তবে বর্তমানে তিনি গ্রীণল্যান্ড আবাসিক এলাকার ১নং রোডের একটি বাসায় বসবাস করছেন।
গত মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, নারী নির্যাতন মামলায় গ্রেফতারের পর খোঁজ নিয়ে দেখা গেছে, আবুল হাসনাত সিদ্দিকী রনির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি মারামারির মামলা, গোলাপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা এবং এসএমপি’র কোতোয়ালী থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ মার্চ রনি তার স্ত্রী ফারজানা আক্তার ডলির কাছে ব্যবসা করার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা আনতে অপরাগতা প্রকাশ করলে ডলিকে মারধর করেন রনি। তাকে ঘরে তালা বন্ধ করে রাখেন। খবর পেয়ে ডলির আত্মীয়স্বজনরা গত সোমবার তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ডলির বাবা সাইব উদ্দিন আহমদ বাদী হয়ে নারী নির্যাতনের মামলা করেন।